বিসিবি সভাপতির এশিয়া কাপের দলে নেই আফিফ-মাহমুদউল্লাহ

0
127
আফিফ-মাহমুদউল্লাহ

অধিনায়কের নাম ঘোষণা হয়ে গেছে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। আজ বিসিবির সভাপতি নাজমুল হাসান গুলশানে তাঁর নিজের বাসভবনে এ ঘোষণা দেওয়ার পর অধিনায়কত্ব নিয়ে আলোচনার ইতি ঘটল। এবার এশিয়া কাপের দল ঘোষণার অপেক্ষা। আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল ঘোষণার শেষ দিন আগামীকাল। বোর্ড প্রধানও আজ নিশ্চিত করেছেন, কালকেই নির্বাচকেরা এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করবেন।

যদিও নাজমুল হাসান সে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করেননি। নির্বাচকদের হয়ে তিনিই যেন দল ঘোষণার কাজটা সেরে ফেললেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন, ‘আমার ধারণা এটা মনে হয় মোটামুটি ক্লোজ (এশিয়া কাপের স্কোয়াড) হয়ে গেছে। অন্তত চারটা পেসার নিয়ে যাবে। আমাদের পাঁচজন থেকে যেকোনো চারজন যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন। বিশ্বকাপে নিশ্চিত পাঁচজন নিয়ে যাব পেসার, মানে এটা আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে, তাই করবে। তারপরও ধরছি চারজন নেবে।’

দলে স্পিনার কে কে থাকবেন, সেটাও জেনে নিন, ‘স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে; তারপর একটা অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমেরই সম্ভাবনা বেশি। এখানে আরেকটা চলে গেল। পাঁচটা চলে গেল। এদের ছাড়া, আমি মিরাজ ও সাকিবের নাম বলেছি; তাহলে সাতজন হয়ে গেল। আমার একটা ওপেনার বাকি, তওহিদ হৃদয়-শান্ত-মুশফিক বাকি আছে। এদের বাদ দিয়ে তো আর করা যাবে না।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ তাঁর বাসভবনে
বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ তাঁর বাসভবনে, ছবি: সংগৃহীত

অতিরিক্ত ক্রিকেটারদের প্রসঙ্গেও কথা বলেছেন বোর্ড প্রধান, ‘অতিরিক্ত প্লেয়ার কাকে নেব, এটা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি, এখানে আফিফ আছে, মাহমুদউল্লাহ আছে, শামীম পাটোয়ারি আছে। ১৭ জনের বাইরে। আমার ১৭ শেষ আগেই। তারপরও আপনাদেরকে বলছি। আপনারা যে কাকে বাদ দিতে চাচ্ছেন, সেটা আমি জানি না। আপনারা যখন নামগুলো বলেন, বুঝি না কেন। ধরেন এদের আমার (দলে) ঢোকাতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও হতে পারে।’

গতকাল বাংলাদেশ দলের নির্বাচকেরা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠক করে এশিয়া কাপের দল সাজিয়েছেন। এরপর বোর্ড প্রধানের কাছ থেকে সে দলের অনুমোদন নেওয়া হয়। আজ সেই নাজমুল হাসান নিজেও নির্বাচকসুলভ আচরণ করলেন। যদিও এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটে নতুন নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.