বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ, ২৩ পরিচালক পদের বিপরীতে লড়তে চান ৬০ জন

0
25
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে শেষ হলো মনোনয়ন ফরম সংগ্রহ। ২৩ পরিচালক পদের বিপরীতে মনোনয়ন ফরম তুলেছেন ৬০ জন। যেখানে ক্যাটাগরি-১ বা জেলা-বিভাগ থেকে ফরম তুলেছেন ২৫ জন।

বাংলাদেশ ভ্রমণ

যার মাঝে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম থেকে ৫, খুলনা থেকে ৩, রাজশাহী থেকে ৪, সিলেট থেকে ৩, রংপুর থেকে ৬ ও বরিশাল থেকে নিয়েছেন মাত্র একজন। সব ঠিক থাকলে ভোলা জেলার কাউন্সিলর শাখাওয়াত হোসেন-ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশালের পরিচালক হতে যাচ্ছেন।

এছাড়া, ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল, জেলা থেকে নাজমুল আবেদীন ফাহিম ও রেদোয়ান ফুয়াদ; খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জেলা থেকে ফরম তুলেছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান।

চট্টগ্রাম বিভাগ থেকে মীর হেলাল ও আহসান ইকবাল এবং কুমিল্লা জেলা থেকে পরিচালক প্রার্থী গায়ক আসিফ আকবর।

এদিকে, ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন ফরম নিয়েছেন ৩২ জন। যেখানে উল্লেখযোগ্য ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিম ইকবাল, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, সূর্যতরুণ থেকে ফাহিম সিনহা, কাকরাইল বয়েজ ক্লাব থেকে মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরি, রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে ফারুক আহমেদ, ইন্দিরা রোড ক্রীড়াচক্র থেকে রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স থেকে শাহনিয়ান তানিম।

এছাড়া, ক্যাটাগরি তিন বা সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় থেকে ফরম নিয়েছেন ৩জন। যেখানে সাবেক ক্রিকেটার হিসেবে খালেদ মাসুদ পাইলট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজ উদ্দিন আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল।

বুলবুল-তামিমদের পাশাপাশি চমক দেখিয়েছেন নির্বাচক পদ ছেড়ে খুলনা থেকে পরিচালক ফরম তোলা আব্দুর রাজ্জাক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.