বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা

0
7
মাহমুদউল্লাহ

২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নাম থাকলেও নিজের নাম বাদ দিতে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। তাঁর অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাঁকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

শুরুতে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এবার আর সংস্করণ ভেদে চুক্তি হচ্ছে না। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি ক্যাটাগরিতে রাখা ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন বেতন পাবেন।

এর মধ্যে ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। সর্বোচ্চ ১০ লাখ টাকা মাসিক বেতন পাবেন তিনি। ‘এ’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার—নাজমুল হোসেন, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তারা সবাই পাবেন ৮ লাখ টাকা করে।

কে কোন ক্যাটাগরিতে

ক্যাটাগরি ‘এ‍+’ (মাসে বেতন ১০ লাখ টাকা)

তাসকিন আহমেদ

ক্যাটাগরি ‘এ’ (মাসে বেতন ৮ লাখ টাকা)

নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরিতে যাবেন)

ক্যাটাগরি ‘বি’ ( মাসে বেতন ৬ লাখ টাকা)

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (মার্চ থেকে থাকবেন না), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা

ক্যাটাগরি ‘সি’ (মাসে বেতন ৪ লাখ টাকা)

সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান , শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মেহেদী হাসান

ক্যাটাগরি ‘ডি’ (মাসে বেতন ২ লাখ টাকা)

নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.