বিধ্বস্ত আফগানিস্তান, রেকর্ডগড়া জয় বাংলাদেশের

0
150
আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ

তাসকিন ৫ উইকেট পেলেন না। তাঁর বলে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে গেছেন জহির খান। বাংলাদেশ মিরপুর টেস্ট জিতেছে ৫৪৬ রানে। শুধু রানের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এটি কোনো দলের।

প্রথম সেশনেই জয়ের সম্ভাবনা তৈরি হওয়াতে খেলা বাড়ানোর কথা ছিল ১৫ মিনিট। তবে আফগানিস্তান সে পর্যন্তও টিকে থাকতে পারল না। চতুর্থ দিন সকালে ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা (একজন হয়েছেন রিটায়ার্ড আউট)।

এ দিন আফগানিস্তান যোগ করতে পেরেছে ৭০ রান। অধিনায়ক হাশমতউল্লাহ গতকাল বাউন্সারে আঘাত পেয়ে উঠে যান, আজ তাঁর কনকাশন বদলি হিসেবে অভিষেক হয় বহির শাহর। তবে আফগানিস্তান ম্যাচ বেশি দূর টানতে পারল না।

এ টেস্টে ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন, জোড়া সেঞ্চুরি করেন এ বাঁহাতি। ২৬ ইনিংসের সেঞ্চুরি-খরা কাটিয়েছেন মুমিনুল হকও। আর উজ্জ্বল ছিলেন পেসাররা। প্রথম ইনিংসে খাপছাড়া মনে হলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ছন্দে ফিরেছেন তাসকিন আহমেদ। ইবাদত-শরীফুলরা তো আলো ছড়িয়েছেন দুই ইনিংসেই।

২০১৯ সালে একমাত্র টেস্টে চট্টগ্রামে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এ দেশের ক্রিকেটে সে হারের ক্ষত নানাভাবে বেশ দগদগে হয়ে ওঠে মাঝে মাঝেই, বিশেষ করে বোর্ডের পক্ষ থেকে সে হারের কথা মনে করিয়ে দেওয়া হয়। এবার ফিরতি টেস্টে অন্য এক বাংলাদেশকেই দেখল আফগানিস্তান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.