বিশ্ব কুষ্ঠ দিবস আজ

0
18
বিশ্ব কুষ্ঠ দিবস

আজ রোববার (২৬ জানুয়ারি) বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার এই দিবসটি পালন করা হয়। কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং আক্রান্তদের সাহায্য করতে দিবসটি পালন করা হয়।

কুষ্ঠরোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড়ভাব এই রোগের লক্ষণ।

কুষ্ঠ রোগটি সংক্রামক। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি ব্যাকটেরিয়া এই রোগের কারণ। এই রোগে আক্রান্তদের স্নায়ু, শ্বাসনালীর উপরের অংশ ও নাকের ভেতরের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়।

প্রাচীন রোগের মধ্যে কুষ্ঠ অন্যতম। এই রোগটি নিয়ে সমাজে রয়েছে নানা কুসংস্কার রয়েছে। একবিংশ শতাব্দীতেও তা বিদ্যমান। পাপকার্যের ফলেই এই রোগ হয়, সমাজে এমন কুসংস্কারও রয়েছে। ফলে রোগীরা সামাজিকভাবে অবহেলার শিকার হচ্ছেন।

এদিকে জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতায় দেশে কুষ্ঠ রোগে আক্রান্তদের প্রকৃত চিত্রও উঠে আসছে না। ফলে এই রোগ নির্মূলের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, সঠিক সময় শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। রোগটি শনাক্তে দেরী হলে ভালো পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.