বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙা হচ্ছে: আইএমএফ

চীনের ‘শূন্য কোভিড নীতি’ শিথিল

0
169
করোনা মহামারির শুরু থেকে চীন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল। এ নীতি শিথিলের পর বেইজিংয়ের রাস্তায় ভিড়ের এই ছবিটি ৩০ জানুয়ারি তোলা। এপি।

দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ‘শূন্য কোভিড নীতি’ শিথিল করার পর বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙা হতে দেখা যাচ্ছে। বিশ্বে উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতিচাঞ্চল্য দেখা গেছে।

এমনটি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর- মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

আইএমএফ মনে করছে, বিশ্ব অর্থনীতি এই বছর ২.৯ শতাংশ বৃদ্ধি পাবে। এর আগে গত অক্টোবরে আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২.৭ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে এই বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ।

আইএমএফ আশা করছে, মূল্যস্ফীতি গত বছরের ৮.৮ শতাংশ থেকে কমে এ বছর ৬.৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪.৩ শতাংশ হবে।

প্রসঙ্গত, এক বছর ধরে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যার অন্যতম কারণ বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.