বিশ্বের বৃহত্তম ‘ইনডোর স্কি’ রিসোর্ট খুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে চীন

0
25
‘ইনডোর স্কি’ রিসোর্ট

বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে সাংহাই। এই শহরেই প্রথমবারের মতো একটি ইনডোর স্কি রিসোর্ট খুলেছে চীন। অতিরিক্ত গরম থেকে নাগরিকদের একটু স্বস্তি ও বিনোদন দিতে তৈরি করা হয়েছে বিশাল এই রিসোর্ট। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিগত ৬০ বছরের মধ্যে চীন সবচেয়ে উষ্ণতম মাস ছিলো চলতি বছরের আগস্ট। তাই, নাগরিকদের কথা বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি।

বাহিরে গরম থাকা সত্ত্বেও, ভেতরের পরিস্থিতি একেবারেই ভিন্ন। রিসোর্টে রয়েছে ব্রিজ, গুহা আরও অনেক সারপ্রাইজ। গুহার অভ্যন্তরে তাপমাত্রা শূন্যের নীচে নেমে যায়। তাই, রিসোর্টে স্কি করার সময় পোশাক পরিবর্তন করে নিতে হয়। তবে দর্শকরা মনের মতো সানগ্লাস ও প্যাড পরতে পারবেন। ভেতরে কেউ কেউ ডিজাইনার গগলস বা ব্যাট-উইংড হেলমেট ফ্ল্যাপিং-ও বেছে নিয়েছে স্কি করার জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.