বিশ্বরেকর্ড গড়ার দিনে আরও একটি ফাইনাল হারের আক্ষেপ রোনালদোর

0
8
ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখনও পর্যন্ত সৌদি ক্লাবটিকে মেজর শিরোপা জয়ের স্বাদ দিতে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার। সেই সঙ্গে আরও একটি ফাইনাল হারের অক্ষেপ যুক্ত হলো রোনালদো তালিকায়। সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে শিরোপা জিতেছে আল আহলি।

শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। কিন্তু পেনাল্টি শুট আউটে শট ঠেকিয়ে নায়ক বনে গেছেন আল আহলির গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। ৩-৫ গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলেছে আল আহলি।

এদিন আল নাসরের শিরোপা উদযাপনের দারুণ এক উপলক্ষ তৈরি করেছিলেন রোনালদো। ম্যাচের ৪১ ‍মিনিটে সফল স্পটকিকে আল নাসরকে এগিয়ে দেওয়ার গোলে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

আল নাসর

চারটি ভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে কমপক্ষে গোলের সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ফুটবলার তিনি। কিন্তু আল নাসরের হয়ে সেঞ্চুরি গোলের রেকর্ডটা রাঙাতে পারলেন না।

শুরুতে তার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারও এগিয়ে গিয়েছিল আল নাসর। দ্বিতীয়বার এগিয়ে দিয়েছিলেন মার্সেলো ব্রোজোভিচ। অন্যদিকে আহলিকে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমান ফ্রেঙ্ক কেসি।

আল আহলি

তবে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে আহলিকে সমতায় ফেরান রজার ইবানিজ। কর্নার থেকে করা তার সমতাসূচক গোলটিতে ভুল করে বসেন আল নাসরের গোলরক্ষক বেন্তো।

৮৯ মিনিটের কর্নার শটকে ফিস্ট করতে গোলবার ছেড়ে বেরিয়ে আসা বেন্তো বলের নাগালই পাননি। তখন ফাঁকা গোলবারে ইবানিজের হেড ঠিকই জাল খুঁজে নেয়। অবিশ্বাস্য কামব্যাকের পর টাইব্রেকারে জয়ের নায়ক হন মেন্দি।

প্রথম তিন শটে আল নাসরের হয়ে রোনালদো, ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স সফল হলেও আব্দুল্লাহ আল-খাইবারি পারেননি। তার নেওয়া নিচু শট ঠেকিয়ে দেন মেন্দি। অন্যদিকে আল আহলির ৫ শটই জালে জড়ায়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.