বিশ্ববাজারে দাম কমলো সোনার

0
29
সোনার দাম

অবশেষে ১০ দিন পর সোনার দাম কিছুটা কমে এসেছে দুবাইয়ে। অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলাতে সাহায্য করছে ক্রেতাদের মধ্যে। সকালে দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।

বুধবার (৯ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত ১০ দিনের মধ্যে দাম ৩৭০ দিরহামের ওপরে ছিল, যা সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল।

বর্তমান মূল্য মাত্র ১.২৫ দিরহাম বেশি ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

স্থানীয় একজন সোনা বিক্রেতা বলেন, ক্রেতারা শুধু চান যে সোনার দাম যেন ৩৬০ দিরহামের কাছাকাছি বা একটু বেশি হয়ে স্থিতিশীল থাকে। তাহলেই তারা আবার আগ্রহ নিয়ে বাজারে ফিরবেন। ৩৭০ দিরহামের ওপরে দাম গেলে তা মানসিকভাবে ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। যদিও আমরা মূল্য লক-ইন সুবিধা, মেকিং চার্জে ছাড়, কিংবা হীরা অলঙ্কারে বড় ডিসকাউন্ট দিই।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারের ওপর নির্ভর করে আগামীতে দাম আরও কমতে পারে। তবে তা ৩৬০ দিরহামে নামবে কিনা, তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিমালার ওপর।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.