বিশ্বকাপে উঠে র‍্যাঙ্কিংয়েও এগোলেন নাহিদা, রাবেয়া, মারুফা, শারমিনরা

0
17
আইসিসি মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বলার মতো এগিয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড়আইসিসি

বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আজ প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশ নারী দলের তিন বোলার নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। ব্যাটিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন শারমিন আক্তার, রিতু মনি ও মারুফা আক্তার।

লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর অপেক্ষায় ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১০.৫ ওভারেই থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোলেও নেট রান রেটের সূক্ষ্ণতম ব্যবধানে (০.০১৩) পেছনেই থাকে বাংলাদেশের। তাতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পেয়ে যায় নিগার সুলতানার দল।

বাংলাদেশের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাহিদা দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন। নাহিদার রেটিং পয়েন্ট এখন ৬১৮। তাঁর আগের সর্বোচ্চ ছিল ৬১৬, যা গত সপ্তাহেই পেয়েছিলেন নাহিদা। রেটিংয়ে সর্বোচ্চ পয়েন্ট পেলেও নাহিদার এটি সর্বোচ্চ অবস্থান নয়। ২০১৪ সালে সপ্তমস্থানে উঠেছিলেন তিনি।

বোলিংয়ে ১০ নম্বরে উঠেছে বাংলাদেশের নাহিদা আক্তার

বাছাইপর্বে নাহিদার মতো ৬ উইকেট নেওয়া বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া ১ ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে। ৫১২ পয়েন্ট তাঁর। পয়েন্টের হিসেবে ও ক্রমে, দুটিতেই সর্বোচ্চ অবস্থান তাঁর। আরেক লেগ স্পিনার ফাহিমা ২ ধাপ এগিয়ে উঠেছেন ৪৬ নম্বরে।

বাংলাদেশের পেসার মারুফা ১১ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৪৯ নম্বরে। ৩৯২ রেটিং পয়েন্ট তাঁর, এটাই সর্বোচ্চ। মারুফা এগিয়েছেন ব্যাটিংয়েও। ৬ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন মারুফা। তাঁর রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার-সর্বোচ্চ ৩১৭।

ব্যাটিংয়ে শারমিন আক্তার আট ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ২১ নম্বরে। বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৬ রান করা শারমিনের রেটিং পয়েন্ট ৫৫৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে তাঁর রেটিং পয়েন্ট ছিল ক্যারিয়ার-সর্বোচ্চ ৫৫৯।

বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার ২১ নম্বরে উঠেছেন

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর চেয়ে ওপরে আছেন শুধু অধিনায়ক নিগার সুলতানা। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন নিগার। আরেক ব্যাটার রিতু মনি ১৫ ধাপ এগিয়ে উঠেছেন ৭৩ নম্বরে। ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থান না হলেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন রিতু (৩৩৯)।

থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রান করে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য শঙ্কায় ফেলে দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার হেইলি ম্যাথুস দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার লরা । বোলিংয়ে এক নম্বর ইংল্যান্ডের সোফি একলস্টোন। এক নম্বর অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.