বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বাংলাদেশের অন্যরকম ‘প্রথম’

0
146
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ

২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সে বিশ্বকাপেই বাংলাদেশ থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক। চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের দ্বিতীয় আম্পায়ার হিসেবে এবারের বিশ্বকাপে আইসিসি ঘোষিত আম্পায়ারিং প্যানেলে সুযোগ পেলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ।

তবে ২০১১ বিশ্বকাপে এনামুল হক কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি। জানা গেছে, শরফুদ্দৌলা এবার ম্যাচ পরিচালনা কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন। সে হিসেবে ছেলেদের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচ পরিচালনার (মাঠে কিংবা টিভি আম্পায়ার) সঙ্গে থাকবেন শরফুদ্দৌলা। এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

আইসিসি আজ ১৬ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে। ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের লিগ ম্যাচগুলোর জন্য এসব আম্পায়ারের তালিকা ঘোষণা করেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম পরে জানানো হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে শরফুদ্দৌলা ইবনে শহীদ বেশ পরিচিত মুখ। আলিম দারের সঙ্গে একটি ম্যাচে
আন্তর্জাতিক ক্রিকেটে শরফুদ্দৌলা ইবনে শহীদ বেশ পরিচিত মুখ। আলিম দারের সঙ্গে একটি ম্যাচে

মোট ১৬ জন আম্পায়ারের মধ্যে ১২জন আইসিসি এলিট প্যানেলের সদস্য—ক্রিস্টোফার গ্যাফানে (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), আহসান রাজা (পাকিস্তান) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)।

বাকি চারজন আইসিসি ইমার্জিং আম্পায়ার প্যানেলের সদস্য—শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), পল উইলসন (অস্ট্রেলিয়া), অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)।

অভিজ্ঞ এই আম্পায়ারদের দল থেকে তিনজন ২০১৯ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন—কুমার ধর্মসেনা, রড টাকার ও মারাইস এরাসমাস। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারিদের থেকে যে চারজনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন জেফ ক্রো (নিউজিল্যান্ড), অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জাভাগাল শ্রীনাথ (ভারত)।

৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে (ইংল্যান্ড-নিউজিল্যান্ড) ম্যাচ অফিশিয়ালদের নামও জানিয়ে দিয়েছে আইসিসি। নিতিন মেনন ও কুমার ধর্মসেনা মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন। টিভি আম্পায়ার পল উইলসন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

ইমার্জিং আম্পায়ার প্যানেল থেকে চারজন বিশ্বকাপে সুযোগ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, ‘ইমার্জিং প্যানেল থেকে চারজন আম্পায়ার সুযোগটা অর্জন করে নেওয়ায় আমরা খুশি। আমরা আশা করি অন্য ম্যাচ অফিশিয়ালরাও ভালো করবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.