বিলুপ্ত হচ্ছে ২০ দল, ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ আজ

0
152
২০ দল,

বিএনপি নেতৃত্বাধীন নিষ্ফ্ক্রিয় ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে অকার্যকর ২০ দলীয় জোটের শরিক ১২ দলের সমন্বয়ে আজ নতুন একটি জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন এ জোটটি। জোটের নাম হচ্ছে ‘১২ দলীয় জোট’। অবশ্য বিএনপি ঘোষিত নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে চলমান ১০ দফা ও ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে অংশ নেবে জোটটি।

এদিকে, ২০ দলের শরিকদের আরেক অংশ আগামী সপ্তাহে ‘৭ দলীয় জোট’ নামে নতুন আরেকটি জোট আত্মপ্রকাশ করবে। অবশ্য কোনো জোটে থাকবে না ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি, অন্যতম শরিক জামায়াতে ইসলামী ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

নতুন এ জোটের ১২টি দল হচ্ছে- মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, কমরেড নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি, শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাগপা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। ঘোষণাপত্র পাঠ করবেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। মুখপাত্র হিসেবে প্রশ্নের উত্তর দেবেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

সূত্র জানায়, শীর্ষ নেতৃত্ব নিয়ে মতপার্থক্যের কারণে পৃথক আরেকটি জোট গঠন হচ্ছে। সম্ভাব্য এ জোটের শীর্ষ নেতা হচ্ছেন- ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। আজ ১২ দলীয় জোটটি আত্মপ্রকাশের পর এ জোটটির নাম ও আত্মপ্রকাশের দিন-তারিখ চূড়ান্ত করবে।

জানা গেছে, ৭ দলীয় জোটে থাকছে ড. ফরিদুজ্জামান ফরহাদ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি), অ্যাডভোকেট মাওলানা আবদুর রকীবের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বাধীন জাগপার-একাংশ, সাদেক শাওনের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), সাইফুদ্দীন মনির নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও অ্যাডভোকেট গরীবে নেওয়াজের নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস লীগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.