আয়োজক হিসেবে নিচু মনের পরিচয় দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ভর্ৎসনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পাশে দাঁড়িয়েছেন তিনি। খবর ডনের।
তবে বিলাওয়াল ভুট্টোর আরও ভালো প্রস্তুতি নিয়ে ভারতে যাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) নামে একটি আঞ্চলিক জোটের বৈঠকে অংশ নিতে গত বৃহস্পতিবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারত যান। বৈঠকে অংশ নিতে আসা অতিথিকে অপমানের মাধ্যমে আয়োজক হিসেবে নিচু মনের পরিচয় দেওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ভর্ৎসনা ও সমালোচনা করেছেন ইমরান খান।
এসসিও সম্মেলনে বিলাওয়ালকে ‘সন্ত্রাসবাদ শিল্পের প্রবর্তক, সমর্থক ও মুখপাত্র’ বলে অভিহিত করেছিলেন জয়শঙ্কর। গোয়ায় এসসিওর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিনি বলেন, সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করার জন্য অপরাধীদের সঙ্গে বসে না।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, শনিবার লাহোরের লক্ষ্মী চকে পাকিস্তানের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের সমর্থনে একটি সমাবেশে বক্তৃতা করেন ইমরান খান। সেখানে তিনি বলেন, জয়শঙ্করের ভাষা ব্যবহার থেকে বোঝা যায় তিনি আতিথেয়তার কাজে যোগ্য নন। প্রতিবেশী দেশের আরও সৌজন্য দেখানো উচিত ছিল। এ ছাড়া ভারত সফরের আগে পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার জন্য তিনি বিলাওয়ালেরও সমালোচনা করেন। কয়েক বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং ২০১৬ সালের পর এই প্রথম পাকিস্তান থেকে কোনো মন্ত্রী ভারত গিয়েছিলেন। প্রত্যাশা ছিল, বিলাওয়ালের ভারত সফরের পর দুই দেশের সম্পর্কে উন্নতি হতে পারে। কিন্তু দুই দেশের উত্তেজনা এখনও প্রশমিত হয়নি।