বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচি পালনে সরকার বাধা দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0
127
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচি পালনে সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘বরং কোনো দল সমাবেশ করতে চাইলে ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিচ্ছেন। আমরা শুধু এটুকুই বলি, জনগণের দুর্ভোগ যেন না বাড়ে। রাস্তাঘাট বন্ধ করতে পারবে না, ভাঙচুর করা যাবে না। রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন, যাতে জনগণের দুর্ভোগ না হয়।’

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিসহ কয়েকটি দল সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে— এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ইচ্ছামতো প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা সত্যি নয়। তাকে আরও রঙচঙ দিয়ে এমনভাবে প্রচার করছেন, যা আপনারাই (সাংবাদিকরা) ভালো করে জানেন।’ এ সময় তিনি রাজনৈতিক মতাদর্শ প্রচার এবং সমাবেশ করার জন্য কোনো রাজনৈতিক দলকেই প্রধানমন্ত্রী বাধা দেননি বলেও মন্তব্য করেন।

রোহিঙ্গা শিবিরে এপিবিএন রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য বিষফোঁড়া হবে কোনো এক সময়। এই রোহিঙ্গারা তাদের সবকিছু ফেলে এখানে চলে এসেছে। যেকোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এটা আমরা সব সময় বলেছি। এই রোহিঙ্গারা ক্যাম্পের ভেতর থেকে ইয়াবার ব্যবসা করে। তারা নিজেরা নিজেরা গোলাগুলি, মারামারি করছে, বিভিন্ন ধরনের অপকর্ম করছে।’

মন্ত্রী বলেন, ‘ক্যাম্পে আমাদের ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। বুধবারও গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে।’ রোহিঙ্গাদের এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এপিবিএন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন তথ্যভিত্তিক নয়। আরও খোঁজ খবর করে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনটি করা উচিত ছিল।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.