বিরূপ প্রভাব পড়বে তথ্যপ্রযুক্তি খাতে

0
168
আছিয়া খালেদা, এমডি, উইমেন ইন ডিজিটাল লিমিটেড

তথ্যপ্রযুক্তি (আইটি) দেশের একটি সম্ভাবনাময় ও ক্রমবর্ধমান খাত। সরকার যত সুবিধা দেবে, এই খাত তত ভালো প্রবৃদ্ধি করতে পারবে। কিন্তু সরকার যদি শুরুর দিকেই প্রতিটা জায়গায় কর–ভ্যাটের কড়াকড়ি নিয়ে আসে, তাহলে এই খাতের উদ্যোক্তারা ঠিকভাবে বিকশিত হতে পারবেন না।

এত দিন স্থানীয় সফটওয়্যার নির্মাতাদের ওপর ভ্যাট ছিল না। আগামী ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সফটওয়্যারের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এটিরও বিরূপ প্রভাব পড়বে তথ্যপ্রযুক্তি খাতে। বিশেষ করে এই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য পথচলা কঠিন হয়ে যাবে।

সফটওয়্যার তৈরির জন্য এখনো আন্তর্জাতিক বাজার থেকে অনেক পণ্য ও প্রযুক্তি সহায়তা আমাদের নিতে হয়। বিশেষ করে সাইবার নিরাপত্তার বেশির ভাগ ব্যবস্থা আমদানি করতে হয়। আমদানি করা কিছু সফটওয়্যারে ৫ শতাংশ শুল্ক ছিল। অন্য ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে শুল্ক ফাঁকি রোধে সব ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। সঙ্গে ১৫ শতাংশ ভ্যাটও রয়েছে। নতুন করে শুল্ক আরোপের কারণে সাইবার নিরাপত্তায় খরচ বাড়বে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.