বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা খান তালাত মাহমুদ

0
7
খান তালাত মাহমুদ ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসী, ছবি: খান তালাত মাহমুদের ফেসবুক আইডি থেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিয়ে করেছেন। আজ সোমবার সন্ধ্যায় খান তালাত মাহমুদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানা যায়, খান তালাত মাহমুদের পাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী। তিনি উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাড়ি বরগুনা জেলায়।

নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বিয়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটি হচ্ছে। খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এতে দুই পক্ষের নিকটাত্মীয় উপস্থিত রয়েছেন। তাঁরাও ১০ থেকে ১৫ জন এখানে উপস্থিত রয়েছেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.