বিমানের শীর্ষ পদে রদবদল

0
63
বিমান বাংলাদেশ এয়ারলাইন
বিমান বাংলাদেশ এয়ারলাইনরেসর শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে।
 
বুধবার (১৪ আগস্ট) পৃথক দুটি অফিস আদেশে এই রদবদল করা হয়।
 
এর মধ্যে বিমানের পরিচালক করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে শাকিল মেরাজকে। তিনি বর্তমানে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই পালন করবেন।
 
পৃথক এক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
 
একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম–ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর, বিমানের আইন বিভাগের ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইনস ট্রেনিং সেন্টার এবং বিমানের ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপ-বিভাগে বদলি করা হয়েছে।
 
সবগুলো আদেশই জারি করেন বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকি উদ্দিন আহম্মদ। আদেশগুলো অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।
#everyone #explore #বাংলাদেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.