বিমানবন্দর এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা

0
7
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিমানবন্দর এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে, এই কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় তিনি বলেন,গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে। তবেই হর্ন বাজানোর প্রবণতা কমবে।পরবর্তীতে পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভিআইপি প্রটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে।ডিসেম্বর-জানুয়ারিতে পুরো ঢাকা শহরে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মসূচি নেয়া হবে। লাইসেন্সে হর্ন বাজানো নিরুৎসাহিত করার কোনো শর্ত যুক্ত করা যায় কিনা সে বিষয়ে বিআরটিএ-কে প্রস্তাব দেয়া হবে বলেও জানান রিজওয়ানা হাসান।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবীরা ৭ দিন রাস্তায় থাকবে; তারা মানুষকে সচেতন করবে। তবে, দীর্ঘদিনের এই অভ্যেস বদলাতে সময় লাগবে- এমনটাও উল্লেখ করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.