মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের দিনে রংপুরের আসল নায়কে মোস্তাফিজ, নাহিদ রান ও খুশদিল শাহ। মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। নাহিদ পেস দিয়ে আজ রীতিমতো ভয় ধরিয়েছেন। ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ১ উইকেট। বাঁহাতি স্পিনার খুশদিল শাহ ২৭ রানে ২ উইকেট নিয়েছেন।
মৃত্যুঞ্জয়ের আগে খুশদিল ও মোস্তাফিজের সামনেও হ্যাটট্রিকের সুযোগ এসেছিল। তবে তারা কাজে লাগাতে পারেননি।
১৪৮ রানে গুটিয়ে নোয়াখালী শুরুটা অবশ্য দারুণ করেছিল। প্রথম ৬ ওভারে দলটি তুলেছিল ৬৬ রান। তবে ৩০ রান করা হাবিবুর, ৩১ রান করা সৌম্য ফিরলে ওই অর্থে কেউ ইতিবাচক ব্যাটিং করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী: ১৯.৫ ওভারে ১৪৮ (জাকের ৩৮, সৌম্য ৩১; মোস্তাফিজ ৩/১৮, খুশদিল ২/২৭)
হ্যাটট্রিক মৃত্যুঞ্জয়ের
একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে বিপিএল দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক হলেন মৃত্যুঞ্জয় চৌধুরি। আজ নোয়াখালীর বিপক্ষে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মাহিদুল, চতুর্থ বল মেহেদী রানা ও পঞ্চম বলে বিলাল সামিকে আউট করেছেন মৃত্যুঞ্জয়। এর আগে ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই বাঁহাতি পেসার।


















