বিসিএস নন-ক্যাডারে ৪৩২২ জনকে নিয়োগের নির্দেশ

0
109
হাইকোর্ট

৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ কার্যক্রম স্থগিতই থাকবে। এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী; সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এলজিইডির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আদেশের পর ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ৪০তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। কিন্তু তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিলেন, তারা হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন। তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডির আপিল দায়ের করলে চেম্বার আদালত স্থিতাবস্থা জারি করেন। এ আদেশের ফলে ৪ হাজার ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়।

এ কারণে এলজিইডির বাইরে অন্যান্য বিভাগের ২২৫ জন আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। ফলে ৪ হাজার ৩২২ পদে নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.