বিদ্যুৎ-জ্বালানি, প্রক্রিয়াজাত কৃষি খাদ্য ও ই-কমার্সে বিনিয়োগ করবে চীন

0
100
'বাংলাদেশ বিজনেস সামিট

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, প্রক্রিয়াজাত কৃষি খাদ্য এবং ই-কমার্স খাতে চীনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ শীর্ষ সম্মেলনে চীনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ বিজনেস সামিটের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌‘বাংলাদেশ চীনের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। তারা (চীন) বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়। আমরাও বলেছি, চীনের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সব ব্যবস্থা করে রাখা হয়েছে। তোমরা এসে দেখ বাংলাদেশে অনেকগুলো খাত আছে, যেখানে বিনিয়োগ করলে চীনের ব্যবসায়ীরা লাভবান হবে।’

টিপু মুনশি বলেন, ৪০ বছর ধরে চীন থেকে বাংলাদেশ আমদানি করছে। তাই তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে। তখন তারা জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি, প্রক্রিয়াজাত কৃষি খাদ্য এবং ই-কমার্স খাতে তারা বিনিয়োগ করবে। সেজন্য তাদের ব্যবসায়ীদের নিয়ে এসেছে। তারা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বিনিয়োগের বিষয়ে আলোচনা করবে। তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.