আর মাত্র তিনদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আগামী ১৯ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি বিদেশিরাও মাঠ মাতাবেন। আর অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে কারা এনে দেবেন কাঙ্ক্ষিত জয়, সেই দিকেও বাড়তি নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।
ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অলরাউন্ডারদের বাড়তি চাহিদা নতুন কিছু নয়। ব্যাটিং-বোলিং, দুই জায়গাতেই কার্যকরী তারা। বিপিএলের আগের আসরগুলোতে কোনো না কোনো অলরাউন্ডারই টুর্নামেন্ট সেরা হয়েছেন।
এবারও আলো ছড়াতে মুখিয়ে আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা। দেশি তারকাদের পাশাপাশি দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনও এবার থাকছেন।
এই তালিকায় আরও আছেন মঈন আলী, শোয়েব মালিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কার্টিস ক্যাম্ফারের মতো অলরাউন্ডাররা। তবে বিপিএলের শুরু থেকে অনেক বিদেশি তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
এবারের বিপিএলে যাদের ওপর বাড়তি নজর থাকবে…
ক্রিকেটার | দল | রান | উইকেট |
সাকিব আল হাসান | রংপুর রাইডার্স | ২১৪২ | ১৩২ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ফরচুন বরিশাল | ২২৮৩ | ৪৬ |
মেহেদী হাসান মিরাজ | ফরচুন বরিশাল | ১০০০ | ৫৪ |
আন্দ্রে রাসেল | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৮৫৭ | ৬০ |
সুনীল নারাইন | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৬৯৫ | ৪১ |
মাশরাফী বিন মোর্ত্তজা | সিলেট স্ট্রাইকার্স | ৫৯৪ | ৯৭ |
শেখ মেহেদী হাসান | রংপুর রাইডার্স | ৬৪১ | ৪৭ |
***বর্তমানদের মধ্যে ৫০০ রান এবং ৪০ উইকেট নিয়েছেন, এর ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।