বিপর্যয় সামলানোর লড়াইয়ে মুশফিক-হৃদয়

0
145
লিটনের উইকেট উদযাপন শ্রীলঙ্কার। ছবি: এএফপি

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে। জবাব দিতে নেমে ওপেনিংয়ে নাঈম শেখ ও মেহেদী মিরাজ ৫৫ রান যোগ করেন। সেখান থেকে ৮৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওই বিপর্যয় সামাল দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক ও হৃদয়।

বাংলাদেশ ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ২০ রান করেছেন। তার সঙ্গী তাওহীদ হৃদয় করেছেন ৩১ রান।

এর আগে মিরাজ ২৯ বলে চারটি চারে ২৮ রান করে আউট হয়েছেন। নাঈম ৪৬ বলে ২১ রান করে দৃষ্টিকুটভাবে ক্যাচ দিয়েছেন। বাউন্সে ‍পুল খেলার প্রস্তুতি নিয়ে বলে শুধু ব্যাট ছুঁইয়ে দিয়েছেন তিনি। এরপর সাকিব ফিরেছেন ৩ রান করে। লিটন স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন ১৫ রান।

এর আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন চারে নামা ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। ৭২ বলে আটটি চার ও দুটি ছক্কায় ওই ইনিংস খেলেন তিনি।

এছাড়া শ্রীলঙ্কার হয়ে ওপেনার পাথুন নিশাঙ্কা ৪০ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস ৫০ রান করেন। দাশুন শানাকা যোগ করেন ২৪ রান।

বাংলাদেশের হয়ে পেসার তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নিয়েছেন। অন্য পেসার শরিফুল নিয়েছেন দুই উইকেট। শ্রীলঙ্কার নয় উইকেটের আটটিই নিয়েছেন পেসাররা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.