১০ বছর বয়সে তিনি অভিনয়ের প্রেমে পড়েন। কিন্তু অভিনয় করবেন ও তারকা হবেন, এমন ভাবনা তাঁর ছিল না। ১৭ বছর বয়সে তাঁর কাছে মনে হয়েছিল, অভিনয় করা যায়। পরে অভিনয়ের জন্য বিদ্যালয় থেকে ঝরে পড়েন। তিনি অভিনেতা হতে পারবেন সেই বিশ্বাস অনেকের ছিল না। তিনিই আজ হলিউডের বিখ্যাত অভিনয়শিল্পী রবার্ট ডি নিরো। ১৯৪৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতা আজ ৮১–তে পা দিলেন। ছবিতে তাঁর জীবনের গল্প

এই অভিনেতা ক্যারিয়ারে প্রথম আলোচনায় আসেন ‘মিন স্ট্রিটস’ সিনেমার জন্য। এটি ছিল তাঁর সঙ্গে মার্টিন স্করসেজির পরিচালনায় প্রথম অভিনয়। এরপর আর পেছনে তাকাতে হয়নিআইএমডিবি

পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে তিনি ‘দ্য গডফাদার-২’ সিনেমায় অভিনয় করে প্রথম অস্কার পুরস্কার পান। এটাই ছিল তাঁর প্রথম মনোনয়ন। ক্যারিয়ারে দুবার অস্কার পেয়েছেন। চারবার অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেনআইএমডিবি

‘দ্য গডফাদার-২’ সিনেমায় অভিনয় করার জন্য রবার্ট ডি নিরোকে শিখতে হয়েছিল সিসিলির উপভাষা। এ ভাষা শেখার জন্য তিনি চার মাস সময় ব্যয় করেনআইএমডিবি
মাত্র ১০ বছর বয়সে তিনি অভিনয়ের প্রেমে পড়ে যান। অভিনয়ের জন্য একসময় উচ্চমাধ্যমিক থেকে ড্রপ আউট হয়েছিলেন, রয়টার্স

মেরিল স্ট্রিপ ছিলেন তাঁর পছন্দের অভিনেত্রী। তাঁর সঙ্গে অভিনয় করতে পছন্দ করতেনআইএমডিবি

বিশ্বের সেরা সিনেমা নিয়ে ১০০১ সিনেমার তালিকা প্রকাশ করেন স্টিভেন জে স্নাইডার। সিনেমা নিয়ে বলা হয়েছিল, মরার আগে এই সিনেমাগুলো দেখুন। সেই ১০০১টি সিনেমার মধ্যে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ১৪টিআইএমডিবি

১৭ বছর বয়সে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কেউই ১৭ বছরের কিশোরের ওপর বিশ্বাস রাখতে পারেননি। কিন্তু ড্রপ আউট হওয়ার পরে কেউ কেউ ভেবেছিলেন, তিনি হয়তো অভিনেতা হতে পারবেনআইএমডিবি