বিদেশি কোচ পছন্দ না করলেও আনচেলত্তির অপেক্ষায় রিভালদো

0
157
ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রিভালদো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই ব্রাজিল দলে স্থায়ী কোনো কোচ নেই। বিদেশি কোচ নিয়োগের কথা হচ্ছে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন কি হবেন না—এ নিয়ে সংবাদও হয়েছে বিস্তর। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) খোলাখুলিভাবেই আনচেলত্তির ব্যাপারে নিজেদের পছন্দের কথা জানিয়েছে।

সর্বশেষ খবর হলো, আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন, তবে এখনই নন। ২০২৪ সালে রিয়ালের সঙ্গে ইতালীয় কোচের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তিনি ব্রাজিলের দায়িত্ব নেবেন বলে নাকি সম্মতি দিয়েছেন, ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমও এমন খবর দিয়েছে। আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে এতটাই পছন্দ সিবিএফের যে তাঁর জন্য ব্রাজিল জাতীয় দলকে এক বছর ধরে ‘অন্তর্বর্তীকালীন কোচ’ দিয়ে চালাতে অসুবিধা নেই তাদের।

আনচেলত্তিকে কোচ হিসেবে ব্রাজিল দলের এতটাই পছন্দ যে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগোও বলেছেন, ব্রাজিল দল কোচ হিসেবে আনচেলত্তিকেই চায়। আনচেলত্তি যদি ব্রাজিলের দায়িত্ব নেন, তবে তিনি হবেন ব্রাজিল জাতীয় দলের প্রথম বিদেশি কোচ।

সামনের মৌসুম রিয়াল মাদ্রিদেই কাটাতে চান আনচেলত্তি
সামনের মৌসুম রিয়াল মাদ্রিদেই কাটাতে চান আনচেলত্তিরয়টার্স

আনচেলত্তিকে নিয়ে গোটা ব্রাজিল এতটাই মজেছে যে এই কিছুদিন আগেও বিদেশিকে ব্রাজিল জাতীয় দলের কোচ বানানোর ঘোর বিরোধী, কিংবদন্তি ফুটবলার রিভালদোও এখন মুখিয়ে আছেন রিয়াল মাদ্রিদ কোচের জন্য। বার্সেলোনার সাবেক তারকা ও ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদো অবশ্য বলেছেন, এখনো ব্রাজিল দলে বিদেশি কোচ আনার বিষয়টি তিনি খুব একটা সমর্থন করেন না।

মুন্দে দেপোর্তিভোকে রিভালদো বলেছেন, ‘ব্যাপারটা ঐতিহাসিকই হতে যাচ্ছে। ব্রাজিল দলে প্রথমবারের মতো বিদেশি কোচ। যদিও আমি এটির সঙ্গে একমত নই। তবে আমি সত্যিই চাই, আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপটা আমরা জিতব।

‘ঠেকা’ কোচ দিয়ে কাজ চালাচ্ছে ব্রাজিল

আনচেলত্তির সামর্থ্য নিয়েও কোনো দ্বিধাই নেই রিভালদোর, ‘আনচেলত্তি কেমন কোচ, এটা সবাই জানে। তিনি দারুণ একটা কোচ, যাঁর অধীনে যেকোনো দলই ভালো করতে পারে। অতীতে তিনি যদি ব্রাজিলের কোচ হতেন, তাহলে আমি নিজেই এমবাপ্পের অধীনে খেলে নিজেকে গর্বিত ভাবতাম। তিনি সারা দুনিয়াতেই খুবই সম্মানিত কোচ। এ ব্যাপারটিই ব্রাজিলের ভক্ত ও সংবাদমাধ্যমকে প্রভাবিত করেছে।’

গত ডিসেম্বরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি কোচ নিয়োগ নিয়ে নিজের অসম্মতি প্রকাশ করতে গিয়ে রিভালদো বলেছিলেন, ‘আমি এর সঙ্গে একমত নই। আমাদের দলের জন্য বিদেশি কোচ নিয়ে আসা ব্রাজিলিয়ান কোচদের জন্য অসম্মানজনক।’

বার্সেলোনার কাছে ক্ষমা চাও, নেইমারকে রিভালদো

ব্রাজিলকে নতুন করে তৈরি করতে পারার মতো যথেষ্ট ভালো কোচ আছেন বলেও মন্তব্য করেছিলেন রিভালদো, ‘আমি মনে করি, আমাদের এমন কোচ আছে, যারা ব্রাজিল দলের দায়িত্ব নিতে এবং ভালোভাবে কাজ করতে সক্ষম।’

বিদেশি কোচ সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন না বলেও অভিমত ছিল তাঁর, ‘বিদেশি কোচ আনা মানেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি না। যদি সেটি হতো, তবে সেই কোচ তো নিজ দেশকেই চ্যাম্পিয়ন করত। ব্রাজিলের চেয়ে নিজের জাতীয় দলকেই তার বেশি প্রয়োজন। কারণ, আমরাই একমাত্র দল, যারা পাঁচবার জিতেছি। কোনো সন্দেহ নেই যে বিদেশি কোচরা ভালো। তবে সেলেসাও হচ্ছে আমাদের নিজেদের। এটা এমন কারও পরিচালনা করা উচিত, যার শিরায় ব্রাজিলিয়ান রক্ত প্রবাহিত হচ্ছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.