বিগত দশকের আলোচিত বোল্ড সিনেমায় সাড়া জাগিয়ে কোথায় হারালেন এই স্টাইলিশ নায়িকা

0
6
নুশরাত ভারুচা

নুশরাত ভারুচা নাম তাঁর। স্টাইলে, আবেদনে আর রূপে কোনো অংশে কম নন বলিউডের অন্যান্য নায়িকাদের থেকে। ২০১০ সালে লাভ সেক্স অওর ধোকা সিনেমা দিয়ে একেবারে লাইমলাইটে চলে আসেন এই অভিনেত্রী। তাঁর অভিনয়শৈলীরও প্রশংসা হয় অনেক। সেই সঙ্গে তাঁর আবেদনময়তা উঠে আসে আলোচনায়। চল্লিশ ছুঁই ছুঁই এই অভিনেত্রী এখনো সমান আকর্ষণীয়। কিন্তু কেন যেন ব্যাটে বলে মিলছে না আর জেতা হচ্ছে না তাঁর ক্যারিয়ারের ম্যাচটি। নতুন করে কিছু সিনেমায় ছোট ছোট রোলে দেখা যাচ্ছে নুশরাতকে আজকাল। জ্যোতিষীর পরামর্শে বদলেছেন নিজের নামের ইংরেজি বানান। দেখা যাক কী আছে এই স্টাইলিশ নায়িকার সামনের দিনগুলোতে। আর এদিকে চলুন দেখে নিই তাঁর যত নজরকাড়া, আবেদনময় লুক।

নুশরাত ভারুচা
সাদা বাস্টিয়ারের সঙ্গে ধূসর ফ্লেয়ার প্যান্ট পরেছেন নুশরাত
নুশরাত ভারুচা
অ্যাসিমেট্রিক ড্রেপ নেকলাইনের সঙ্গে অফ দ্য শোল্ডার ডিজাইনের ব্লাউজ পরেছেন তিনি শাড়ির সঙ্গে

নুশরাত ভারুচা
বর্ণিল ব্রালেট স্কার্টে নুশরাত। নেকপিস আর ব্লাশ এরিয়াতে নাটকীয় স্টোন নজর কাড়ছে

নুশরাত ভারুচা
বসলেডি লুকে অন্য মাত্রা এনেছে হালকা টিন্টের রোদচশমা আর ডিপনেক ডিজাইন

নুশরাত ভারুচা
ন্যুড ফেব্রিকের ব্যবহারে নুশরাতের ড্রেসে এসেছে বোল্ড লুক
নুশরাত ভারুচা
ব্যাকলেস চোলির লেহেঙ্গার লুকে আবেদনময়ী লাগছেন তিনি
নুশরাত ভারুচা
হটপিংক মিনি ড্রেসের বেবিডল লুকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে
নুশরাত ভারুচা
ঝলমলে লেহেঙ্গার লুকে আবেদন ছড়াচ্ছেন তিনি
নুশরাত ভারুচা
স্কার্ট ব্রালেট আর বুটসে আকর্ষণীয় নুশরাত
নুশরাত ভারুচা
এখানে তিনি পরেছেন কালো স্লিভলেস জাম্পস্যুট
নুশরাত ভারুচা
চেকের গোলাপি ব্রালেট আর পেন্সিল স্কার্টে আবেদন ছড়াচ্ছেন তিনি
নুশরাত ভারুচা
এলিগেন্ট ইভনিং গাউনের লুকেও অন্যরকম আবেদনময়তার জন্য নজর কাড়েন নুশরাত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.