বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে শুক্রবার ভোরে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইলে মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বিকল গাড়িগুলো সরিয়ে নেওয়ায় এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানজট হয় কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে। সকাল ৮টার দিকে রেকার দিয়ে বিকল গড়িগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সকাল ১১টা পর্যন্ত স্বাভাবিক গতিতেই চলাচল করে যানবাহন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি পরপর কয়েকটা গাড়ি নষ্ট হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়। এতে সেতুর গোল চত্বর থেকে মহাসড়কের আনালিয়াবাড়ি পর্যন্ত গাড়ি চলার গতি কমে যায়। তবে এক ঘণ্টার মধ্যে বিকল গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। গাড়ির চাপ থাকলেও যানজট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।