বিএনপি-জামায়াত করেন আপত্তি নেই, কিন্তু আ. লীগের সঙ্গে সখ্যতা মানবো না: হাসনাত

0
12
হাসনাত আবদুল্লাহ।

আপনি বিএনপি করেন সমস্যা নেই, জামায়াত ইসলামী করেন সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতা মেনে নেয়া হবে না— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা শহরের টাউন হল মাঠে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসেছিল। কোনওভাবে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে বাচতে দেবে না। কুমিল্লায় বিএনপি-জামায়াতকে নির্যাতন করা হয়েছিল। দেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছিল কুমিল্লা। রাষ্ট্রীয় কোনও উন্নয়নের ছোঁয়া জেলাটিতে লাগেনি। শেখ হাসিনা দম্ভভরে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতি কু আছে তাই কুমিল্লা নামে বিভাগ হবে না। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ হবে। এ সময় জেলাটিতে একটি নির্দিষ্ট দলের পকেট ভারী করতে বিনিয়োগ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.