প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও যেন ভূমিহীন না থাকে সে জন্য কাজ করছি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার মানেই হচ্ছে মানুষের ওপর অত্যাচার।
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়ে শনিবার বিকেলে এ কথা বলেন। বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি।
প্রধানমন্ত্রী বলেন, ‘তিন বছর সাত মাস তিনদিন জাতির পিতা দেশ গড়ার সময় পেয়েছিলেন। এ সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার কাজ করেন। সংবিধান প্রণয়ন করেন।’ এ সময় তিনি অশ্রুসজল কণ্ঠে ১৯৭৫ সালে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাঘফেরাত কামনা করেন। শেখ হাসিনা বলেন, ‘আমি ও ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। আওয়ামী লীগের সভাপতি করার পর দেশে আসার সুযোগ হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটাই লক্ষ্য, আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুদা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য- তা বাস্তবায়ন করা।’
তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি।’ এরপর উদ্বোধন করা ৭৩টি উন্নয়ন প্রকল্প গুলো পড়ে শোনান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার মাসে ৭৩টি প্রকল্প উদ্বোধন করে দিয়ে গেলাম, সেগুলো যতন করে রাখবেন।’ এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা ৩০টি প্রকল্প পড়ে শোনান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ময়মনসিংহ বিভাগ করে দিয়েছি। প্রতিটি বিভাগের মতো এ বিভাগে ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, একটি পৃথক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনেক কিছু সম্ভব হয়নি।’
এ সময় সরকার প্রধান বলেন, দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। দেশে কোনো খাদ্য ঘাটতি হবে না।