ময়মনসিংহ সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে এক শিশু, একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবড়বিলা পাগলাবাজার এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শেরপুরগামী রিফাত এন্টারপ্রাইজের দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাটির চালকসহ সাতজন নিহত হন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সিএনজির সাতজন ঘটনাস্থলেই মারা গেছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান মো. আনোয়ার হোসেন।