লা-লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে জিরোনা। গত বছর মৌসুম শেষ করেছিল ৪৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে। এবার তারাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট। এরই ধারাবাহিকতায় রোববার হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে।
কাতালন ডার্বিতে বার্সালোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে হারানো সিংহাসনে আরও একবার আরোহণ করলো জিরোনা। চলতি মৌসুমে এর আগে কয়েক ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল স্প্যানিশ লিগের ক্লাবটি।
এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলতে নেমে এদিন শুরুতে এগিয়ে যায় জিরোনাই। ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় দলটি। অবশ্য আর্তেম দোভিকের শটে পাওয়া সেই লিড ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ক্লাবটি। ১৯ মিনিটের মাথায় বার্সা সমতায় ফেরে রবার্ট লেভান্ডোভস্কির গোলে। ম্যাচের ৪০তম মিনিটে মিগুয়েল গুটিরেজের গোলে ফের ২-১ গোলে এগিয়ে যায় জিরোনা। অর্থাৎ এগিয়ে থেকেই বিরতিতে যায় জিরোনা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে জিরোনার তৃতীয় গোল করেন ভ্যালেরি ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ইকে গুন্দোয়ানের গোলে ব্যবধান কমায় বার্সা। আর ক্রিস্টিয়ান স্টুয়ানির করা অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোলে জিরোনা এগিয়ে যায় ৪-২ গোলে। ৪-২ গোলের জয়ে প্রথমবারের মতো লা লিগায় জিরোনা হারিয়েছে বার্সাকে।
দুর্দান্ত জয়ে জিরোনা কোচ মাইকেল সানচেজ বলেন, ‘এই জয়টা বিশেষ। এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচের এমন ফলে আমরা খুবই খুশি। কারণ আমরা শক্তিশালী বার্সার বিপক্ষে খেলেছি। আমরা ইতিহাস গড়েছি। ম্যাচটা মনে রাখার মতো। এটা দারুণ ম্যাচ হয়েছে। দুটো দলের ভেতরেই জয়ের তাড়না লক্ষ করা গেছে।’
সানচেজ আরও বলেন, ‘প্রথম যে কথাটা বলার আছে, আমরা এখন ৪১ পয়েন্ট নিয়ে (অবনমন থেকে) নিরাপদ। ব্যাপারটা যদিও আমাদের ভাবনার চেয়েও আগেভাগেই ঘটে গেছে। আমরা ইতিহাস গড়েছি।’
ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। বিপক্ষ দলের প্রশংসা করে তিনি বলেছেন, ‘জয় জিরোনার প্রাপ্য। ম্যাচটা সমানতালে চলছিল। এটার ফল অন্য রকম হতেও পারত। আমরা জিতলে ম্যাচের ফলটা সঠিক হতো।’
১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট ৪১। চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বার্সেলোনা।