সহকারী রিটার্নিং কর্মকর্তার বাসায় আটক নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমনের মুচলেকা নিয়ে বাবার জিম্মায় মুক্তি দিয়েছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, লেমনের কাছে ঘুষের টাকা পাওয়া যায়নি। কোনো অভিযোগ কেউ করেনি। তাই তার বাবা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জিম্মায় লেমনকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে রোববার রাত ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনের সাগরপাড়া এলাকার বাসা থেকে পুলিশ লেমনকে আটক করে। রাত ১০টার দিকে ওই বাসায় লেমন ঢুকলে এলাকাবাসী অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তাকে ঘুষের টাকা দিতে গিয়েছে লেমন। এসময় বিক্ষোভ করতে থাকেন এলাকাবাসী। ছেলেকে ছাড়াতে ঘটনাস্থলে এলে লেমনের বাবা জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবালকে লাঞ্ছিত করেন জনতা।
লেমনের মামা ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকন। তাকে জেতাতে লেমন টাকা নিয়ে রিটার্নিং কর্মকর্তার বাসায় গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।