বাবর আজম–ফাতিমা সানাদের ৪ মাস বেতন দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড

0
51
বাবর আজম–ফাতিমা সানা
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান দল। কিন্তু দলকে এমন শুরু এনে দেওয়া ফাতিমা সানা-নিদা দাররাই ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরাও। মেয়েদের দলের বেতন না পাওয়ার কারণটা জানা গেলেও পুরুষ দলের বেতন না পাওয়ার কারণ স্পষ্ট করে জানা যায়নি।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ ২৩ মাসের। কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। এটা শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। তবে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরুর ১২ মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা। সেই পর্যালোচনা হয়নি বলেই বেতন দেওয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের।
 
পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের।’ পিসিবির এক কর্মকর্তা বেতন বকেয়া থাকার কারণ হিসেবে ক্রিকবাজকে বলেছেন, ‘অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব।’
 
পিসিবির নীতিমালা অনুযায়ী দেশটির ছেলে ও মেয়ে ক্রিকেটাররা ট্রেনিং ক্যাম্প চলার সময় দৈনিক ভাতা পায় না। কারণ, ওই সময়ে পিসিবি থেকে তাঁদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে পাকিস্তানের মেয়েরা ক্যাম্পে ছিলেন। এ কারণে এই সময়ে তাঁরা দৈনিক ভাতাও পাননি। তবে এই সময়ে সাপোর্ট স্টাফদের দৈনিক ভাতা দেওয়া হয়েছে।
 
আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে পাকিস্তানের নারী ক্রিকেটারদের বেতনই সবচেয়ে কম। যদিও পিসিবি বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.