বাজারের ব্যবসায়ী নীহার বিন্দু চাকমা বলেছেন, তাঁর দোকানসহ বাজারের ৬০ থেকে ৭০টি দোকান ও ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে তাঁরা সর্বস্বান্ত হয়েছেন। এর আগে ২০১৭ সালের ২৬ মার্চ রাতে বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছিল।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা পেয়ার মোহাম্মদ বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে কতটি দোকান পুড়ে গেছে, তা হিসাব করে বলতে হবে।
বলীপাড়া বাজারটি থানচি উপজেলা সদর থেকে ১৯ কিলোমিটার দূরে বলে জানান স্থানীয় বাসিন্দা চৌধুরী বাশৈচিং মারমা। তিনি বলেন, উঁচু-নিচু পাহাড়ি সড়কে ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে সময় লেগেছে। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের শতাধিক দোকানের মধ্যে অধিকাংশ দোকান পুড়ে গেছে।