সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমাতে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবারের এ বৈঠকে চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন অংশ নেন।
গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত চলছে, যার প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে। ট্যারিফ, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং বাজার সুবিধা নিয়ে বিরোধের কারণে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এই প্রেক্ষাপটে জেনেভায় আলোচনাটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
একটি বৈঠকেই দীর্ঘদিনের বাণিজ্য দ্বন্দ্বের সমাধান হবে না, তবে উভয় পক্ষই এটিকে সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনার মাধ্যমে আংশিক সমঝোতা বা ভবিষ্যৎ সংলাপের রূপরেখা নির্ধারণ হতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তি বয়ে আনতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেন, চীন আলোচনার উদ্যোগ নিয়েছে। যদিও বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রই এই আলোচনার অনুরোধ করেছে। চীন চাইছে যুক্তরাষ্ট্র শুল্ক কমাক এবং পণ্য চাহিদার বিষয় স্পষ্ট করুক।