বাজেট ৬ কোটি, আয় ৫৫ কোটি

0
12
‘রেখাচিত্রম’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

বলা যায় ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন মালয়ালম অভিনেতা আসিফ আলী। ২০২৪ সালে ‘কিসিকিন্দা কানদাম’ দিয়ে বছরটা দারুণভাবে শেষ করেছিলেন, নতুন বছরও তাঁর দুর্দান্ত শুরু হলো ‘রেখাচিত্রম’ দিয়ে। মাত্র ৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ৫৫ কোটি রুপি আয় করেছে। খবর হিন্দুস্তান টাইমসের

গত বছরের ৩ মে শুরু হয় ‘রেখাচিত্রম’ সিনেমার শুটিং। আর চলতি বছরের ৯ জানুয়ারি এটি মুক্তি পায়।

‘রেখাচিত্রম’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

জন টি চাকো পরিচালিত মিস্ট্রি, ক্রাইম থ্রিলার সিনেমাটিতে আসিফ আলীর সঙ্গে আছেন মামুত্তির মতো বড় তারকা। মুক্তির পর থেকেই বলা যায় বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। এখন পর্যন্ত চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা মালয়ালম সিনেমার একটি এটি।

কেবল সাধারণ দর্শকই নন, সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেন। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ছবিটির গল্প, চিত্রনাট্য ও বুদ্ধিদীপ্ত নির্মাণের প্রশংসা করে।

সিনেমার গল্প চার দশকের পুরোনো একটা অমীমাংসিত রহস্য নিয়ে। এক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাকে ফেরানো হয় এই অমীমাংসিত রহস্য সমাধান করতে। সে কি পারবে? এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি।

আলোচিত এই দক্ষিণি সিনেমা এবার আসছে ওটিটিতে। আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাবে সনি লিভে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.