আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধনীদের সারচার্জমুক্ত আয়সীমা বাড়িয়ে ধনীদের বেশি সুবিধা দেওয়া হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, ধনীদের আরও ধনী বানাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে কি না। হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক ওয়েবিনারে এ প্রশ্ন তোলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও নতুন আয়কর আইনের বিভিন্ন পর্যালোচনা তুলে ধরতে আইসিএবি এ ওয়েবিনারের আয়োজন করে। সেখানে বক্তারা বলেন, বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বৃদ্ধিসহ কিছু ভালো পদক্ষেপ থাকলেও বেশ কিছু নিয়ম ধনীবান্ধব হয়েছে। কিন্তু অর্থনীতির বিদ্যমান অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় বাজেটে প্রয়োজনীয় কোনো পরিবর্তন আনা হয়নি। বাজেটে রাজস্ব আয়ের যে উচ্চ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা আদায় করা সম্ভব হবে না।
আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য ফরিদ উদ্দিন ও অপূর্ব কান্তি দাস। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মনিরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনদধারী হিসাববিদ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) লুৎফুল হাদী, স্নেহাশিষ বড়ুয়া ও রাকেশ সাহা।
অনুষ্ঠানে এনবিআরের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, বাজেটে ধনীদের সারচার্জমুক্ত আয়সীমা বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। এর মাধ্যমে গরিবকে আরও গরিব, আর ধনীকে আরও ধনী বানানোর ব্যবস্থা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে কর ফাঁকি বন্ধ করতে হবে। পাশাপাশি কর অব্যাহতি সুবিধা কমাতে হবে।
এনবিআরের আয়কর বিভাগের সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস বলেন, উন্নত দেশগুলোতে ৭০ শতাংশ কর আসে প্রত্যক্ষ কর থেকে। আমাদের দেশে এটি অনেক কম। তিনি বলেন, নতুন আয়কর আইনে অনেক বিষয় সহজ করা হয়েছে। কিন্তু এনবিআরকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা না গেলে এগুলোর বাস্তবায়ন ঠিকভাবে হবে না।
এনবিআরের কাস্টম ও ভ্যাট বিভাগের সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘রিজার্ভ–সংকট, ডলার–সংকট, মূল্যস্ফীতিসহ এ বছর আমাদের অর্থনীতির জন্য একটা অস্বাভাবিক বছর যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখেই বাজেট করা প্রয়োজন ছিল। কিন্তু বাজেটে কাস্টমস ও ভ্যাট নিয়ে মৌলিক কোনো পরিবর্তন আমরা দেখিনি।’
আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবির বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। সরকার ইতিমধ্যে প্রত্যক্ষ কর বৃদ্ধির জন্য উদ্যোগ নিয়েছে। এটাকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।
স্বাগত বক্তব্যে আইসিএবি সভাপতি মনিরুজ্জামান বলেন, প্রস্তাবিত আয়কর আইনটি অনেক দিক থেকে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হয়েছে। এ ছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তববাদী হতে হবে। তা না হলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে।