ব্যাংক খাতে বড় সংস্কার প্রয়োজন: এডিবি কান্ট্রি ডিরেক্টর

0
122
এডিমন গিন্টিংফাইল ছবি

বাংলাদেশের প্রবৃদ্ধি টেকসই করতে চারটি খাতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন এডিমন গিন্টিং। এই খাতগুলো হলো জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অবকাঠামোসহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক খাত সংস্কার।

এডিমন গিন্টিংয়ের মতে, বাংলাদেশের উন্নয়ন বেসরকারি খাতনির্ভর। এ দেশে মধ্যবিত্ত ভোক্তা শ্রেণি গড়ে উঠছে। তাই সরকারের নীতিতে এসবের প্রতিফলন থাকা উচিত, যাতে এ দেশের বেসরকারি খাত আরও বিকশিত হতে পারে। বেসরকারি খাত এ দেশের অবকাঠামো খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তবে সে জন্য দেশের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত আইনকানুন আরও সহজ করা উচিত। এসব কেন এত কঠিন থাকবে—এমন প্রশ্ন ছুড়ে দেন দেন তিনি।

এডিমন গিন্টিং আরও বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ ভুগছে। বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়েছে। এ দেশেও মূল্যস্ফীতির হার বেড়েছে, যার কারণে গরিব ও সীমিত আয়ের মানুষের কষ্ট বেড়েছে। তবে বাংলাদেশকে সবাই চেনে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারে, এমন দেশ হিসেবে।

বর্তমানে দেশে ডলার–সংকট আছে, ব্যবসায়ীদের ঋণপত্র খুলতে সমস্যা হচ্ছে—এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এডিমন গিন্টিং বলেন, মুদ্রা বিনিময় হার বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত। বাজারই সিদ্ধান্ত নেবে, দর কত হবে। বাজার উন্নয়নে সহযোগিতা চাইলে এডিবি তা দেবে।

অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। কোভিড, বৈদেশিক মুদ্রার মজুত, উচ্চ মূল্যস্ফীতি—এসব কারণে অর্থনীতি এখন কিছুটা খারাপ অবস্থায় আছে। আন্তর্জাতিক নিত্যপণ্যের বাজারও বেশ ওঠানামা করছে। তার চাপ আমাদের ওপর পড়ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামচেমের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, অ্যামচেমের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.