বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, প্রতিবাদে ভিসির বাসভবন ঘেরাও

0
17
বাকৃবিতে ভিসির বাসভবন ঘেরাও

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আজ রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমান ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষক অবরুদ্ধ করে রাখা হয়।

এর আগে, সকাল সাড়ে ১১ টায় ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঢাকামুখী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ রেলপথ থেকে অবরোধ তুলে নেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.