
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দুই দিনের সফরে ভারতে এসেছেন। আজ সোমবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। সুলিভান বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও।
আজ সোমবার বৈঠকের পর ‘এক্স’ হ্যান্ডলে জয়শঙ্কর বলেন, ‘দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও বাড়াতে যা যা করা দরকার, সেই আলোচনা অব্যাহত রয়েছে। চার বছর ধরে চলমান এই আলোচনার খোলামেলা মনোভাব দুই দেশের কাছেই মূল্যবান। ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় করতে তাঁর ব্যক্তিগত অবদান উল্লেযোগ্য।’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কমিউনিকেশনস উপদেষ্টা জন কার্বি এই সফর প্রসঙ্গে বলেছেন, মহাকাশ, প্রতিরক্ষা, সামরিক প্রযুক্তি সহযোগিতাসহ সম্পর্কের সব দিক নিয়ে সুলিভান আলোচনা করবেন। আলোচনা হবে ভারত–প্রশান্ত মহাসাগরীয় ও অন্যান্য ক্ষেত্রের নিরাপত্তা নিয়েও।
সুলিভানের এই সফরের উল্লেখযোগ্য একটি দিক হল ক্রিটিক্যাল ও ইমার্জিং প্রযুক্তি বা ‘আইসেট’ ক্ষেত্র। এই ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকা জরুরি বলে দুই দেশই মনে করে। সুলিভান এ–সংক্রান্ত বিষয়ে বোঝাপড়া বৃদ্ধি করতে দিল্লি আইআইটিতেও যাবেন। সেখানে তরুণ প্রযুক্তিবিদদের এক আয়োজনে ভাষণ দেবেন। নতুন এই ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা কোথায়, তা ব্যাখ্যা করবেন।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের শাসনক্ষমতায় বসছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে জো বাইডেনের বিদায়ী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফর কেন, সে বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। সরকারিভাবে অবশ্য এ বিষয়ে কোনো কিছু খোলাসা করে বলা হয়নি।

















