বাইডেনকে নিজের স্বার্থে ব্যবহার করার কাজটাই শুধু ভালো পেরেছেন জেলেনস্কি: ট্রাম্প

0
10
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,mছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ যুদ্ধের পেছনে ব্যয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। এ ক্ষেত্রে তিনি তাঁর পূর্বসূরি জো বাইডেনের সমালোচনা করেন। শুধু তিনিই (ট্রাম্প) এ যুদ্ধের অবসান ঘটাতে পারবেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।

জেলেনস্কিকে কৌতুকাভিনেতা আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ভাবুন তো, একজন বিনয়ী সফল কৌতুক অভিনেতা, ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে বলেছিলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে জেলেনস্কি এমন যুদ্ধে খরচ করতে বলছেন, যা জেতার নয়। এ যুদ্ধ কখনো শুরু করাই উচিত ছিল না। আবার এটি এমন এক যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প ছাড়া তিনি (জেলেনস্কি) মিটমাটও করতে পারবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ইউরোপের দেশগুলোর চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে। এ যুদ্ধ থেকে ইউরোপ তাদের উশুল আদায় করে নিতে পারলেও যুক্তরাষ্ট্র কিছুই ফেরত পাবে না।

এ যুদ্ধে খরচ করায় সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘কেন “ঘুমন্ত” জো বাইডেন এ নিয়ে সমীকরণের পথে হাঁটেননি। আমাদের চেয়ে তো এ যুদ্ধ ইউরোপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ যুক্তরাষ্ট্রের ভৌগোলিক শক্তিশালী অবস্থানের দিকে ইঙ্গিত করেন ট্রাম্প লেখেন, ‘আমাদের একটি বিশাল, সুন্দর মহাসাগর রয়েছে।’

ট্রাম্প বলেন, সর্বোপরি জেলেনস্কি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ইউক্রেনে পাঠিয়েছে, তার অর্ধেকও সেখানে পৌঁছায়নি।

জেলেনস্কি ইউক্রেনে তাঁর জনপ্রিয়তা হারিয়েছেন বলেও মনে করেন ট্রাম্প। তিনি বলেন, জেলেনস্কি নির্বাচন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভোটের জরিপে তাঁর অবস্থান খুবই নিচের দিকে। তিনি একটা কাজই ভালো পেরেছেন, তা হলো, বাইডেনকে নিজের স্বার্থে ব্যবহার করতে পেরেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিছবি: এএফপি

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যুদ্ধের অবসানে ইতিমধ্যে আমরা রাশিয়ার সঙ্গে সফল আলোচনা করেছি। আর এটা সবাই স্বীকার করে যে এ কাজটি শুধু ট্রাম্প ও ট্রাম্প প্রশাসনই করতে পারে। বাইডেন কখনো সেই চেষ্টা করেননি। ইউরোপও শান্তি আনতে ব্যর্থ হয়েছে। সম্ভবত জেলেনস্কি চান, অল্প চেষ্টায় বিপুল অঙ্কের অর্থ কামাই করতে।’

ট্রাম্পের শেষ কথা, ‘আমি ইউক্রেনকে ভালোবাসি। কিন্তু জেলেনস্কি একটি ভয়াবহ কাজ করেছেন। তাঁর দেশ ভেঙে পড়েছে। অযথা লাখো মানুষের প্রাণ গেছে। আর এ অবস্থা চলতে থাকবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.