বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষে এমএ এবং এমএসএস (শেষ পর্ব: ১ বছর মেয়াদি) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে অনলাইনে OSAPS-এর মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
- বাউবি থেকে স্নাতক (সন্মান) ও এমএ (১ম পর্ব) এবং এমএসএস (১ম পর্ব) প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীরা এমএ (শেষ পর্ব) এবং এমএসএস (শেষ পর্ব) প্রোগ্রামে অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি ভর্তির জন্য বিবেচিত হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/সমমানের ডিগ্রি (সিজিপিএ–২.০৫ বা ২য় বিভাগ) অর্জনকারী অথবা এমএ (১ম পর্ব) এবং এমএসএস (১ম পর্ব) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৩
- মৌখিক পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা, মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান, ফলাফল, বিষয়ভিত্তিক মেধা তালিকা ও ভর্তির তারিখ পরবর্তীতে বাউবি’র ওয়েবসাইটে জানানো হবে।
আঞ্চলিক কেন্দ্র
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা আঞ্চলিক কেন্দ্র, ঢাকা। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী। (সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান)
প্রার্থী নির্বাচন
- মৌখিক পরীক্ষা এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হবে।
- এমএ এবং এমএসএস প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।
যোগাযোগ
- ফোন: ০২-৯৯৬৬৯১১৭৫, ০২-৫৮৬১৩২১৭, ০২-৯৬৭৩৬৬৯, ০২-৯৯৬৬৯১১০৮
- মোবাইল: ০১৬১৮৯৭৭২৩৭, ০১৯০৭৪৫১৬১২
- ওয়েবসাইট: osapsnew.bou.ac.bd