ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে বাংলাদেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান।
বিবৃতিতে অড্রে আজুলে বলেন, আমি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা জানাই এবং অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করা সাংবাদিকদের প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষা করতে হবে, এবং সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার মতো অপরাধ হলে অপরাধীরা যেন শাস্তি ছাড়া পার পেয়ে না যায়।।
ইউনেস্কো বরাবরই সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছে।
প্রসঙ্গত, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত ৭ আগস্ট রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিন (৩৮) দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।