শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেেছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন নাজমুল হোসেন।
টানা ব্যর্থতায় এ বছরের শুরুতে টি–টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নাজমুল। তাঁর জায়গায় আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। টি–টোয়েন্টিতে সর্বশেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া ব্যাটসম্যান নাজমুল এবার স্কোয়াড থেকেও ছিটকে গেলেন। তাঁর সঙ্গে সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই।
তাঁদের জায়গায় নাঈম ও সাইফউদ্দিন ছাড়াও চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নামা নাঈম আছেন ওয়ানডে সিরিজের দলেও। গত বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।
২০২৪ বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টি–টোয়েন্টি সংস্করণে জাতীয় দলে ফেরেন সাইফউদ্দিন। তবে গত বছরই মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলার পরই আবার ছিটকে যান। এখন আবার জাতীয় দলে ডাক পেলেন এই পেস অলরাউন্ডার।
ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ৬১৮ রান করে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন নাঈম। এবার তাঁকে নেওয়া হয়েছে টি–টোয়েন্টিতে।
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান চোটের কারণে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। তাঁদের পাশাপাশি শরীফুল ইসলাম ও নাসুম আহমেদকেও ফেরানো হয়েছে টি–টোয়েন্টি স্কোয়াডে। তাঁরা ছিলেন না ওয়ানডে সংস্করণে।
১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই দ্বিতীয় ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুটি টি–টোয়েন্টি। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে হারের পর প্রথম ওয়ানডেতেও লঙ্কানদের কাছে হেরেছে বাংলাদেশ।