এ মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, তা আগেই জানা গিয়েছিল। আজ সেই সূচি চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটিতেই।