বাংলাদেশে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের

0
122
জাতিসংঘের সভা-সমাবেশের অধিকারবিষয়ক বিশেষ দূত ক্লেমেন্ট ভউল

বাংলাদেশে চলমান বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতা ও গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক (এফওএএ) বিশেষ দূত ক্লেমেন্ট ভউল।

গতকাল সোমবার এক টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল এ আহ্বান জানান। টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত ও অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়ে কর্তৃপক্ষের (বাংলাদেশ) দায়িত্বের কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন।

ক্লেমেন্ট ভউল আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভিন্নমতের কণ্ঠস্বরকে সম্মান করা গুরুত্বপূর্ণ।

গত শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি দিয়েছিল বিরোধী দল বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত পাঁচটি স্থানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন ‘সতর্ক পাহারায়’ ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও। লাঠিসোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় তাঁরা বিরোধী দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে বিভিন্ন পক্ষের অনেকে আহত হন। বিএনপির অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশে গত সপ্তাহের এই রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটি বলেছে, রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.