বহুরূপী অ্যাপ ইনস্টলে থাকবেন সতর্ক

0
153
বহুরূপী অ্যাপ

স্মার্টফোনে বহুরূপী অ্যাপ আছে, যা স্মার্টফোনে ডেটা চুরি করে; যা নিয়ন্ত্রণে গুগল কঠোর ব্যবস্থা নিয়েছে। গুগল প্লে স্টোর অভিযুক্ত সব অ্যাপ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা। ইতোমধ্যে তাদের সরাতে কাজ চলছে। মূলত তিনটি বিষয়ে বেশি মনোযোগী হতে হবে। প্রথমত, স্মার্টফোন ব্যবহারে নিজস্ব সতর্কতা মেনে নিতে হবে।

দ্বিতীয়ত, ঝটপট অ্যাপ ইনস্টল না করে বুঝেশুনে অ্যাপ নির্বাচন করতে হবে। সবশেষ ব্যক্তিগত ছবি বা অ্যাপে থাকা ছবি যেন ফাঁস না হয়, সে ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হতে হবে।

সারাবিশ্বে সরকারি অভিযোগের ভিত্তিতে গুগল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু অ্যাপ ডিলিট করেছে। অর্থাৎ প্লে স্টোর থেকে সেই সব অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। এমন উদ্যোগ এবারই প্রথম নয়। গুগল প্রায়ই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নিয়ে থাকে। আগেও বহুবার এমন পদক্ষেপ নিয়েছে গুগল।

কবির হাসান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.