কিছুদিন আগেও উরুগুয়ের দলটা ঠিক একই রকম ছিল। শুধু যোগ হয়েছেন একজন। কোচ মার্সেলো বিয়েলসা। উরুগুয়ের রক্ষণে নাপোলির ম্যাথিয়াস অলিভেইরা ও বার্সেলোনার রোনাল্ড আরাহো। মিডফিল্ডে পিএসজির উইগার্টে ও রিয়াল মাদ্রিদের ফেদে ভালভার্দে।
স্ট্রাইকার লুইস সুয়ারেজ এখন বেঞ্চে বসেন। ওই জায়গা ডারউইন নুনিয়েজের দখলে। তার সঙ্গে ফরোয়ার্ড লাইনে ২২ বছরের ফাকুন্দে পেলিস্ত্রি ও ২৪ বছরের ম্যাক্সিমিলিয়ানো আরাহো। আর্জেন্টাইন কোচের অধীনে বদলে যাওয়া তরুণ উরুগুয়ে এবারের কোপা আমেরিকার টপ ফেবারিট।
পানামার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে আসর শুরু করে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নুনিয়েজ ও ম্যাক্সিমিলিয়ানো গোল করেন ওই ম্যাচে।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মেট লাইন স্টেডিয়ামে বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে উরুগুয়ে। নুনিয়েজ-ম্যাক্সিমিলিয়ানো-ভালভার্দের দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে। দুর্দান্ত জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ম্যাচের ৫ মিনিটে প্রথম লিড নেয় উরুগুয়ে। গোল করেন লা লিগার ক্লাব গ্রানাডায় খেলা ফাকুন্দে পেলিস্ত্রি। ২১ মিনিটে লিভারপুল স্ট্রাইকার নুনিয়েজ গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দিয়ে প্রথমার্ধ শেষ করেন।
ম্যাচে মোট গোলবারে ১৮টি শট নেওয়া উরুগুয়ে পরের গোলটি পায় ৭৭ মিনিটে। ম্যাক্সিমিলিয়ানো আরাহো করেন গোলটি। এরপর ৮১ মিনিটে ভালভার্দে ও ৮৭ মিনিটে বদলি নামা রদ্রিগো বেনটাকুর গোল করে কোপা আমেরিকার সর্বাধিক ১৫ শিরোপা জেতা উরুগুয়েকে বড় জয় এনে দেন।