বলা হয় ‘কোরিয়ান ম্যাডোনা’, বয়সকে তুড়ি মেরে ছুটছেন এই অভিনেত্রী

0
137
উম জাং হোয়া

নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিরিজ ‘ডক্টর চা’–এ মূল চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন কোরীয় তারকা উম জাং হোয়া। নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকায় টানা তিন সপ্তাহ ধরে রয়েছে সিরিজটি।

সিরিজে চা জিউং সুক নামের এক গৃহিনীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী উম জাং হোয়া। ২০ বছর পর একটি মেডিকেল কোর্সে ভর্তি হতে দেখা গেছে তাঁকে। সিরিজটি এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন জেটিবিসিতে প্রচারিত হয়, পরে সেটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়
সিরিজে চা জিউং সুক নামের এক গৃহিনীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী উম জাং হোয়া। ২০ বছর পর একটি মেডিকেল কোর্সে ভর্তি হতে দেখা গেছে তাঁকে। সিরিজটি এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন জেটিবিসিতে প্রচারিত হয়, পরে সেটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়

উম জাং হোয়ার বয়স ৫৩ বছর, তবে তাঁকে দেখে বোঝার জো নেই। বয়সকে তুড়ি মেরে ছুটে চলেছেন তিনি
উম জাং হোয়ার বয়স ৫৩ বছর, তবে তাঁকে দেখে বোঝার জো নেই। বয়সকে তুড়ি মেরে ছুটে চলেছেন তিনি

অভিনয়ের সঙ্গে গান ও নৃত্যেও সমান দক্ষ উম জাং হোয়া, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন বিবেচনা করা হয় তাঁকে। ৫৩ বছর বয়সেও সিনেমা ও সিরিজে তাঁকে মূল চরিত্রে পাওয়া যায়

নব্বইয়ের দশকের শুরুতে অভিনয় ও গানে নাম লেখান তিনি, তাঁকে ‘কোরিয়ান ম্যাডোনা’ অভিহিত করে দেশটির গণমাধ্যমগুলো
নব্বইয়ের দশকের শুরুতে অভিনয় ও গানে নাম লেখান তিনি, তাঁকে ‘কোরিয়ান ম্যাডোনা’ অভিহিত করে দেশটির গণমাধ্যমগুলো

 শূন্য দশকের শুরু থেকে গান কমিয়ে অভিনয়ে জোর দেন তিনি, একের পর এক সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন
শূন্য দশকের শুরু থেকে গান কমিয়ে অভিনয়ে জোর দেন তিনি, একের পর এক সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন

২০২১ সালে বুসান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি
২০২১ সালে বুসান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.