বরিশাল সিটিতে জয়ী নৌকার আবুল খায়ের আব্দুল্লাহ

0
170
সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে কথা বলেন নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ২২৮ ভোট।

বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এ তথ্য জানান। এদিন বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

বরিশালে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল) পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট।

বাকি তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) পেয়েছেন ২ হাজার ৩৮১ ভোট, মো. আসাদুজ্জামান (হাতি) পেয়েছেন ৫২৯ ও মো. কামরুল আহসান রুপন (টেবিল ঘড়ি) পেয়েছেন ৭ হাজার ৯৯৯ ভোট।

এ ছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১২৬টি। এই সিটিতে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সোমবার সকাল ৮টায় ইভিএমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.